পটিয়ায় মেয়াদোত্তীর্ন পণ্য বিক্রির দায়ে ৫ দোকানিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, পটিয়া
প্রকাশিত : শুক্রবার, ২০২৪ মার্চ ২২, ০৬:০৫ অপরাহ্ন

পটিয়ায় মেয়াদোত্তীর্ন খাদ্য পণ্য বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট  সহকারী কমিশনার (ভূমি) পটিয়া ফাহমিদা আফরোজ।

এসময় পৌর এলাকার থানার মোড়, সবুর রোড, পোষ্ট অফিস এলাকায় বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে নিম্ন মানের ইফতার পণ্য, মূল্য তালিকা না রাখা ও মেয়াদ উত্তীর্ণ  খাদ্য দ্রব্য রাখার দায়ে পাঁচ দোকানিকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহমিদা আফরোজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে পটিয়াতে খাদ্যের মান ও অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework