পটিয়ায় বিদ্যালয়ে সব শিক্ষক সনাতন, মুসলিম শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ

আ.ন.ম সেলিম উদ্দিন, পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মে ০৩, ০৪:৪৮ অপরাহ্ন

চট্টগ্রামের পটিয়ায় পশ্চিম রসিদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২৩ জন শিক্ষার্থীর সবাই ইসলাম ধর্মাবলম্বী হলেও, কর্মরত চারজন শিক্ষকের সবাই সনাতন ধর্মাবলম্বী—এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের এ বিদ্যালয়ে ইসলাম ধর্ম বিষয়ক পাঠদানে কোনো শিক্ষক না থাকায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

জানা যায়, বিদ্যালয়টিতে মোট ৬টি শিক্ষক পদের অনুমোদন থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৪ জন। এর মধ্যে একজন আবার প্রশিক্ষণে (বিটিপিটি)। ফলে কার্যত শিক্ষকের সংকট রয়েছে। তবে সবচেয়ে বড় সংকট হলো, ইসলাম ধর্মের শিক্ষক অনুপস্থিতি। শিক্ষার্থীদের সবাই মুসলিম হওয়ায় ইসলাম শিক্ষা পাঠদানের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি এস এম হারুনুর রশিদ জানান, “শতভাগ মুসলিম শিক্ষার্থী অধ্যয়নরত এমন একটি বিদ্যালয়ে ইসলাম ধর্মের শিক্ষক না থাকায় এলাকাবাসীর মাঝে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশীষ বিশ্বাস বলেন, “বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়ে একজন ইসলাম ধর্মাবলম্বী শিক্ষক সংযুক্তির আবেদন করেছি।”

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। তবে বর্তমানে সংযুক্তিতে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে। আমরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। যদি মৌখিক নির্দেশ পাই, তবে ব্যবস্থা নেওয়া হবে।”


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework