পটিয়ায় পাশের হার ৮২.২৩%, আবদুর রহমান ১ম ও পটিয়া আদর্শ ২য় স্থানে

পটিয়া প্রতিনিধি
প্রকাশিত : রবিবার, ২০২৪ মে ১২, ০৭:৩০ অপরাহ্ন

সারাদেশের ন্যায় চট্টগ্রামের পটিয়ায়ও একযোগে প্রকাশিত ২০২৪ সালের  এসএসসি ও সমমানের পরীক্ষায় এবছরের ফলাফলে গত বছরের তুলনায় পাশের হার এবং জিপিএ-৫ এর সংখ্যা বেশি।  

উপজেলা শিক্ষা অফিস , পটিয়ায় চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া ৭ হাজার ৭১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬ হাজার ৩৭৭ জন যা শতকরা হিসেবে ৮২.২৩ শতাংশ। ২০২৩ সালে এ হার ছিল ৭৬.৫৪ শতাংশ। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ এস সংখ্যাও। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন। গত বছর এ সংখ্যা ছিল ৭৫ জনে। 

এদিকে এবার পটিয়া উপজেলায় অংশ নেওয়া ৪২ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে ২৪৯ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২৪৮ জন কৃতকার্য হয়েছে। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৭৯ জন উপজেলায় প্রথম হওয়া স্কুলটির পাশের হার ৯৯.৬০%, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় হতে ৩০৫ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ২৯৫ জন কৃতকার্য হয়েছে। উপজেলা ২য় হওয়া এ প্রাচীন স্কুলটিতে জিপিএ ৫ পেয়েছে ৬৬ জন, পাশের হার ৯৬.৭২%, তৃতীয় হওয়া চিটাগাং আইডিয়াল হাই স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেন ১০১ জন শিক্ষার্থী, তাদের মধ্যে ১০০ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় কৃতকার্য হন। ১৫ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে, স্কুলটির পাশের হার ৯৯.০০%।

অন্যদিকে এবারের মাদ্রাসায় দাখিল পরীক্ষায় পাশের হার ৮৩.৯৬ শতাংশ । এ বছর উপজেলার ২২টি মাদ্রাসা হতে ৮৭৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৭৩৮ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রথম হয়েছে সাইঁদাইর গাউসিয়া তৈয়বিয়া দিলোয়ারা বেগম সুন্নিয়া আলিম মাদ্রাসা হতে ৫১ জন শিক্ষার্থী এবারের দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ৫০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। মাদ্রাসাটির পাশের হার ৯৮.০৪%। দ্বিতীয় হওয়া  দক্ষিণ আশিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে ২৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২৪ জন কৃতকার্য হয়েছে। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ জন, পাশের হার ৯৬.০০%। মেহের আটি হযরত নুরুদ্দিন শাহ (রহ.) দাখিল মাদ্রাসা থেকে ৩৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩০ জন কৃতকার্য হয়েছে। জিপিএ ৫ পেয়েছেন ৬ জন, পাশের হার ৯০.৯১ % মাদ্রাসাটি উপজেলায় তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেছে। 

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে (ভোকেশনাল) এ উপজেলায় পরীক্ষার পাশের হার ৮৭.৪৬ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া ৩২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৬ জন পাশ করেছে। 

পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় প্রকাশিত ফলাফলে পাশের হার ৮২.২৩%। গত বছরের তুলনায় এবছর পাশের হার ও জিপিএ ৫ সংখ্যা বেশি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework