পটিয়ায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি।
প্রকাশিত : সোমবার, ২০২৫ জানুয়ারী ২০, ০১:০২ অপরাহ্ন

চট্টগ্রামের পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

১৯ জানুয়ারি (শনিবার) বিকেলে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল বায়তুশ শরফ কমপ্লেক্সের হলরুমে সাবেক উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, নাছির উদ্দীন, আবু জাফর চৌধুরী, আবু জাফর ফারুকী, দ্বীন মোহাম্মদ, নুরুল আমিন মন্টু, আবুল কাসেম, আনোয়ার উদ্দীন, মাহবুবুল আলম আলমদার মেম্বার, নাজমুল হোসেন, আবু জাফর, সেলিম মাস্টার, মামুন সিকদার, ফারুক রহমান চৌধুরী, আলী আজগর আকবরী, আবুল হাসেম, আখতার হোসেন চৌধুরী, মো. আখতার, বোরহান উদ্দিন, শফিকুল আলম চেয়ারম্যান, বেলাল, মফজলুর করীম, মো. জাবেদ, মইনউদ্দীন, মো. আমিন, জাহাঙ্গীর কামাল, রাশেদুল আলম, এম এ রুবেল এবং বোরহান উদ্দিনসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, জিয়াউর রহমান ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারি হয়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। মুক্তিযুদ্ধ শুরু করেন। পরবর্তী সময়ে দেশের এক চরম নৈরাজ্যকর পরিস্থিতিতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হন তিনি।

ছবির ক্যাপশন: পটিয়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইদ্রিস মিয়া।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework