পটিয়ায় কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,পটিয়া
প্রকাশিত : রবিবার, ২০২৪ মার্চ ৩১, ০১:২৪ অপরাহ্ন

পবিত্র মাহে রমাদ্বান উপলক্ষে সামাজিক সংগঠন পটিয়া কেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে প্রোডাক্টিভ রমাদ্বান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার পটিয়া নোঙ্গর রেস্তোরাঁয় আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পটিয়া জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এমদাদুল হাসান।

এতে প্রধান অতিথি ছিলেন, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শওকত হোসেন পিপিএম।

উদ্বোধন করেন, বড়লিয়া দরবার শরীফের সাজ্জাদানশীল ছৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু।

প্রধান বক্তা ছিলেন, ঢাকা মেডিকেল কলেজ অর্থোপেডিকস বিভাগ বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ খোরশেদ আলম।

সংগঠনটির নেতা হামিদ, শুভ ধর ও ইমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখনে, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ায় জসিম উদ্দিন, এডভোকেট সুমন, আব্দুল হাকিম রানা, পটিয়া জেনারেল হসপিটালের পরিচালক আবুল কালাম, আহম্মদ কবির ও ডাক্তার জুয়েল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কেয়ার ফাউন্ডেশন অসহায় গরিব দুঃখি মেহনতি মানুষের জন্য কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের চিকিৎসা থেকে শুরু করে প্রাকৃতিক দূর্যোগেও এই সংগঠনের সদস্যরা ঝাপিয়ে পড়ে। মানবিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা বিনির্মানে সব মানুষকে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠে কাজ করার জন্য আহ্বান জানান।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework