পটিয়ায় কেক কেটে ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৫ জানুয়ারী ০৪, ০৫:১৯ অপরাহ্ন

চট্টগ্রামের পটিয়ায় কেক কেটে ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে গভীর রাতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা কেক কাটেন এবং সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং ছাত্রলীগের পক্ষে স্লোগান দিয়ে দিনটি পালন করেন।

রাত ১২টা ১ মিনিটে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইণ হসপিটাল এলাকায় এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় সরকারের পতনের পর আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা গ্রেফতারের ভয়ে আত্মগোপনে চলে যান।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ছাত্রনেতা ও কুসুমপুরা ইউনিয়ন পরিষদের মেম্বার খোরশেদ আলমের ছবি সম্বলিত ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দেন এবং পরবর্তীতে কেক কাটেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework