পটিয়ায় এমএ খালেক ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতারি সামগ্রী বিতরণ


প্রকাশিত : সোমবার, ২০২৪ মার্চ ১১, ০৪:০৩ অপরাহ্ন

মাহে রহমান উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পটিয়া এমএ খালেক ফাউন্ডেশনের (চাচা খালেক) চেয়ারম্যান দিদারুল আলম দিদারের উদ্যোগে এলাকার অসহায় ৮০০জনকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 ১০ মার্চ (রবিবার) সকালে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডে ও বিকেলে পৌরসভার ৯নং ওয়ার্ডে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সরওয়ার কামাল রাজিব, ৮নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঝুন্টু,  ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম সাইফু, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনজুরুল আলম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তানিম, পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মো. ইসমাইল। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, অবিভক্ত জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি সম্পাদক মরহুম এমএ খালেক (চাচা খালেক) ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী এ ইফতারি বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম দিদার বলেন, পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতার গ্রহণ রোজার দু’টি গুরুত্বপূর্ণ কাজ ও ইবাদত। উভয় কাজেরই রয়েছে আলাদা আলাদা ফজিলত ও তাৎপর্য। রোজাদার গরীব কিংবা ধনী হোক, বন্ধু হোক বা আত্মীয়, দূরের বা কাছের, সেই যেই হোক না কেন, তাকে ইফতার করালে তাতে উভয়ের জন্য রয়েছে বড় উপকার। এমএ খালেক (চাচা খালেক) ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ইফতার সামগ্রী বিতরণ চলমান রাখা হয়েছে। এজন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework