পটিয়ায় আগুনে ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন

নিজস্ব প্রতিবেদক,পটিয়া
প্রকাশিত : সোমবার, ২০২৪ মার্চ ২৫, ০৩:৩৫ অপরাহ্ন

পটিয়া উপজেলার শোভনদন্ডী ও কুসুমপুরা ইউনিয়নে আগুনে ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে এমএ খালেক ফাউন্ডেশনের (চাচা খালেক) পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। 

২৪ মার্চ (রবিবার) এমএ খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার এ সহায়তা প্রদান করেন। 

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দীন, শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুল হক, পটিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া, কাজী মোঃ মোরশেদ, হাজী কামাল, মহিলা মেম্বার রুজি আকতার, শোভনদন্ডী  ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া,সামশেদ হিরু মেম্বার,যুবলীগ নেতা বেলাল উদ্দিন, ফরিদুল আলম মেম্বার, আবু তাহের মেম্বার, লিংকন মহাজন মেম্বার, মো: সায়েম মেম্বার,বাবুল মেম্বার,নুরুল আলম,

রিয়াজ উদ্দীন রিপন,জালাল উদ্দিন,  বরুণ চৌধুরী, ছাত্রলীগ নেতা ওয়াসিক সাকিব, শাহেদুল ইসলাম, মো: সাকিব। 

শোভনদন্ডীর ৮ নং ওয়ার্ডে গত ২৩ মার্চ রাতে আগুনে পুড়ে যাওয়া ২৫ পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়। 

এসময় এমএ খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম দিদার বলেন,  আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ।

পটিয়ার অভিভাবক মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি আগুনে ক্ষতিগ্রস্থদের সাহায্যের আশ্বাস দিয়েছেন।

বিত্তবানদের এ কাজে সহযোগিতার হাত প্রসারিত করার জন্য তিনি আহবান জানান।

 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework