পটিয়া হাইওয়ে থানার উদ্যোগে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০’ পালিত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২০ অক্টোবর ২২, ১২:৪৪ অপরাহ্ন
“মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ”- এই প্রতিপাদ্য নিয়ে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০’ উপলক্ষে চট্টগ্রামের পটিয়া হাইওয়ে থানার উদ্যোগে র‌্যালি, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও চালকদের নিয়ে পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় বিভিন্ন পরিবহন চালক ও শ্রমিক নেতাদের উপস্থিতিতে সড়কের নিরাপত্তা, সড়কের আইন ও ট্রাফিক সিগন্যাল সম্পর্কে আলোচনা করেন পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সিরাজুল ইসলাম। এসময় তিনি বলেন, “সড়ক দুর্ঘটনায় দেশের বহু মানুষ নিহত হন। সড়ক দুর্ঘটনা রোধে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলকেসচেতন হতে হবে। ওভারস্পিড, ওভারটেকিং, ওভারলোড, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা ও ট্রাফিক আইন অমান্য করার কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। এগুলো রোধ করা গেলে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। পাশাপাশি দুর্ঘটনা রোধে মানুষের সচেতনতার বিকল্প নেই। মানুষ সচেতন হলেও দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে।” এসময় পটিয়া হাইওয়ে থানার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework