পটিয়া উপজেলা পরিষদ নির্বাচন, রহস্যজনক ভূমিকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ মে ১৪, ১০:৫২ পূর্বাহ্ন

পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম শামশুজ্জামান চৌধুরীর ভূমিকা ভোটার এবং দলীয় নেতা কর্মীদের কাছে রহস্যজনক। প্রকৃত পক্ষে তিনি উপজেলা নির্বাচনে সরবে নিরবে কাকে সমর্থন দিয়ে যাচ্ছে বিষয়টি এখনো পরিস্কার না।

আগামী ২৯ মে পটিয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৫জন প্রার্থী চেয়ারম্যান পদে ফরম নিলেও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, দক্ষিণ জেলা কৃষক লীগের সহ সভাপতি ছৈয়দ নুরুল আবছার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলে মাঠে রয়েছে পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ (আনারস), চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম দিদার (দোয়াত-কলম)। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম শামুজ্জামান চৌধুরীর দুই প্রার্থীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

অভিযোগ রয়েছে সভাপতি আ.ক.ম শামশুজ্জামান চৌধুরীর প্রতিটি নির্বাচনে রহস্যজনক ভূমিকা পালন করে থাকে। কোন প্রার্থীর মানুষ কার মানুষ সেটা কখনো প্রকাশ করে না। কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হাশেম আক্তারী উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে ইংগিত করে তার ফেইসবুকে দুইজনের ছবি দিয়ে লিখেছেন আমাদের সভাপতি মহোদয় কোন পক্ষে সঠিক উত্তর চাই। ছবিতে আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা সভাপতিকে নিয়ে বিভিন্ন ধরণের মন্তব্য।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম শামশুজ্জামান চৌধুরী বলেন, যেহেতু আমার দলীয় পরিচয় বাদ দিয়ে হলেও ভোটার হিসেবে আমার কাছে যে কোন প্রার্থী আসতে পারে, দলীয়ভাবে কোন প্রার্থীকে সমর্থন দেয়া হয়নি, দলীয় নেতা কর্মীরা পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করতে পারবে। এতে কোন দলীয় বিধি নিষেধ নেই, আমার অবস্থান একজন ভোটার হিসেবে যেটা করণীয় সেটা এর বাইরে কিছু করার নেই। 

উল্লেখ্য চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি চলছে। প্রার্থীরা যাতে আচারণবিধি মেনে প্রচারণা করেন সেদিকে নজরদারি রয়েছে।  এবারের উপজেলা নির্বাচনে ১২৮ টি কেন্দ্রে পটিয়ার ৩ লাখ ৩৪ হাজার ৫৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৫ হাজার ৭৩৮ জন, নারী ভোটার ১ লাখ ৫৮ হাজার ৮০৬ জন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework