ন্যাশনাল পিপলস পাটি চট্টগ্রাম মহানগর দ্বি-বার্ষিক সম্মেলন


প্রকাশিত : রবিবার, ২০২২ সেপ্টেম্বর ১৮, ০৪:১৪ অপরাহ্ন

ন্যাশনাল পিপলস পাটির চেয়ারম্যান শেখ সালাউদ্দিন ছালু বলেছেন, দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের নাগালে আনতে সরকারকে বাধ্য করতে হবে। জনগণের ভোটাধিকার সুনিশ্চিত হলে আগামীতে সব আসনে অংশগ্রহন করবে এনপিপি।

শনিবার ১৭ সেপ্টেম্বর বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব আব্দুল খালেক মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টি চট্টগ্রাম মহানগর দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। 

ন্যাশনাল পিপলস পাটির চট্টগ্রাম মহানগর এর সদস্য সচিব লায়ন মোঃ নুর উদ্দিন এর সঞ্চালনায় ও আহ্বায়ক লায়ন মোহাম্মদ কামাল পাশার সভাপতিত্বে প্রেসিডেন্ট সদস্য সৈয়দ মাহবুবুল হক আক্কাস, আশা সিদ্দিক, ডঃ মুহাম্মদ জাহেদ খান, রাজনৈতিক উপদেষ্টা সাবের আহমদ, ইকবাল হাসান স্বপ্ন, শেখ জামাল উদ্দিন, আলী কিসমত সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।

পরে আগামী দুই বছরের জন্য ন্যাশনাল পিপলস পাটি চট্টগ্রাম মহানগরের ৫১ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে মোহাম্মদ কামাল পাশা সভাপতি, এম এ ওয়াদুদ সিনিয়র সহ-সভাপতি ও মোঃ নুর উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework