নোয়াখালীতে ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২০ জুলাই ১১, ১২:১৭ অপরাহ্ন
নোয়াখালীর সেনবাগে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার প্রধান আসামি আকরাম হোসেন (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। শুক্রবার (১০ জুলাই) দিনগত রাতে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকরাম ওই গ্রামের আবদুল গফুরের ছেলে। আহতরা হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লোকেন মহাজন, পুলিশ কনস্টেবল এমরান ও জিয়া। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিনগত রাতে উত্তর মানিকপুর এলাকায় সেনবাগে প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি আকরামকে গ্রেফতারে অভিযান চালানো হয়। সে সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে আকরাম ও তার সহযোগীরা। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে আকরামের সহযোগীরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আকরামকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে জব্দ করা হয় একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ। পরে আকরামকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যরা সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়খালী হাসপাতাল মর্গে রাখা আছে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework