নো হেলমেট,নো ফুয়েল বাস্তবায়নে দোহাজারী হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক,চন্দনাইশ
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ মে ২১, ০৮:০১ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নো হেলমেট,নো ফুয়েল’এই কার্যক্রম পরিচালনার জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশের পর তা বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে সদর দফতর।

সেই নির্দেশনাকে বাস্তবায়ন করতে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ ইরফান এর নির্দেশক্রমে দোহাজারীসহ কেরানীহাট,ঠাকুরদীঘী,পদুয়া এলাকায় প্রতিটি পেট্রোল পাম্পে গিয়ে ষ্টিকার লাগিয়ে সর্তক করেন দোহাজারী হাইওয়ে থানার এস আই আবু কাউছার ও তার সঙ্গীয় ফোর্স।

২১মে দুপুর থেকে সন্ধা পর্যন্ত এইসব এলাকায় গড়ে উঠা সকল পাম্পের মালিকদের সর্তকমূলক এই বার্তা দিয়ে আসেন এবং পরবর্তীতে তা বাস্তবায়ন না হলে আইনি আশ্রয় নিবেন।

এসময় যেসব মোটরসাইকেল চালকদের হেলমেট ছিলে শুধুমাত্র তাদেরকে তৈল দেয়া হয়েছে মর্মে তিনি জানান। তবে চালক ও পেট্রোল পাম্প মালিকরা বলছেন,'নো হেলমেট নো ফুয়েল'অনেকেই এখনও জানেন না এই কার্যক্রম সম্পর্কে। এটি বাস্তবায়ন হতে হয়ত কয়েকদিন সময় লাগতে পারে। তাছাড়া এটি বাস্তবায়নে পুলিশ যদি কঠোর পদক্ষেপ নেয় তাহলে তা বাস্তবায়ন হবে।

এবিষয়ে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ ইরফান বলেন,গত ১৫ মে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন ২০১৭-এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজ থেকে সারা দেশে নো হেলমেট, নো ফুয়েল কার্যকর করতে হবে।

এ পরিপ্রেক্ষিতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। সেই নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে দোহাজারী হাইওয়ে পুলিশ ইতিমধ্যে কাজ করছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework