নিষিদ্ধ মৌসুমে ভরসা গবাদিপশু, জেলেদের পাশে সরকার

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ Jun ১৭, ০৬:১৩ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে বকনা বাছুর। "ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প" এর আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে এই বাছুর বিতরণ করা হয়।

হতদরিদ্র ১৬ জন ইলিশ আহরণকারী জেলে এই বাছুর গ্রহণ করেন।

সোমবার (১৭ জুন) সকালে উপজেলা পরিষদে জেলেদের মাঝে এই বাছুর বিতরণ করা হয়।

বাছুর বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক বলেন, "ইলিশ আহরণকারী জেলেদের মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে বিকল্প কর্মসংস্থান এবং তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। সেই সাথে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন আইন প্রণয়ন এবং প্রয়োগে সরকার বদ্ধপরিকর।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework