নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতসহ চট্টগ্রামে রমজানে সংযোগ বিচ্ছিন্ন অভিযান বন্ধ রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২০২৪ মার্চ ১১, ০৩:০৪ অপরাহ্ন

চট্টগ্রামের নাগরিক আন্দোলনের ও দাবি আদায়ের একমাত্র সংগঠন চট্টগ্রাম নাগরিক ফোরামের নেতৃবৃন্দরা আসন্ন পবিত্র রমজান মাসে চট্টগ্রামে সর্বত্র নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতসহ বিচ্ছিন্নকরণ অভিযান বন্ধ রাখতে হবে।

মুসলমানদের ধর্মীয় আচার অনুষ্ঠান ও সিয়াম সাধনা যথাযথভাবে পালন করতে যেন বেগ ও ভোগান্তি পেতে না হয় সেদিকে সজাগ থাকতে হবে। সারা বছর ধরে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অবৈধ সংযোগ ও বকেয়া বিলের জন্য সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করলেও পবিত্র রমজান মাসে এ সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রম বন্ধ রাখতে হবে।

চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো কামাল উদ্দিনের নেতৃত্বে আজ ১০ মার্চ রবিবার দুপুরে নগরের ষোলশহরস্হ কেজিডিএল এর প্রধান কার্যালয়ে কোম্পানির মহাব্যবস্হাপক ( অপারেশন ) প্রকৌশলী মো : আমিনুর রহমান ও মহাব্যবস্হাপক ( প্রশাসন)  মো জসিম উদ্দিন হায়দার এর সাথে এক সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফোরামের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফোরকান, সাংগঠনিক সম্পাদক মো : মনছুর আলম, ফোরামের নেতা স ম জিয়াউর রহমান, ইন্জিনিয়ার মোহাম্মদ এমরান, মাসুদ খান, মো : দিদারুল ইসলাম, এনামুল হক রাশেদী, মোহাম্মদ নুর, সজিব ওয়াজেদ নিরব প্রমুখ।

মতবিনিময়কালে মহাব্যবস্হাপক ( অপারেশন)  মো : আমিনুর রহমান বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। জনগণের কল্যাণ ও অধিকারের কথা মাথায় নিয়ে প্রতিনিয়ত কাজ করছেন। তিনি আরও বলেন, চট্টগ্রামে গ্যাসের চাহিদার তুলনায় সংকট রয়েছে, এরপরও সুষম বন্টনের মাধ্যমে সকলকে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। কেজিডিএল চেষ্টা করবে আসন্ন রমজানে সাধারণ মানুষ ও মুসল্লীরা যেন ভোগান্তিতে না সেদিকে সজাগ থাকবে।

মতবিনিময়কালে মহাব্যবস্হাপক ( প্রশাসন)  মো : জসিম উদ্দিন হায়দার বলেন, কেজিডিএল চট্টগ্রামের উন্নয়ন ও অগ্রগতিতে কাজ করছেন। চট্টগ্রামের নাগরিকদের যেন কোন ধরনের সমস্যা না হয়, সেদিকে লক্ষ্য রেখে এগিয়ে যাবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework