নিউমার্কেটে নালা ও ফুটপাতের শতাধিক ‘টং দোকান’ উচ্ছেদ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত : সোমবার, ২০২৪ এপ্রিল ২৯, ০৪:০৯ অপরাহ্ন

নগরের স্টেশন রোডের ফলমণ্ডি থেকে নিউমার্কেট মোড়সহ জুবিলি রোডের মুখ পর্যন্ত নালা ও ফুটপাতের ওপর গড়ে তোলা শতাধিক টং দোকান উচ্ছেদ করা হয়েছে।  

রোববার (২৮ এপ্রিল) চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, শাহরীন ফেরদৌসী, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এ অভিযানে নেতৃত্ব দেন।

এ সময় শতাধিক অবৈধ টং দোকানের মালামাল জব্দসহ স্থাপনার সরঞ্জামাদি ভেঙে দেওয়া হয়।  অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের টিম সহায়তা করে।

চসিক সূত্র জানায়, জনস্বার্থে সড়ক, ফুটপাত ও নালার ওপর গড়ে তোলা টং দোকান, অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework