নাজিরহাটে পুরাতন হালদা ব্রীজ উপর বেইলি ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তর ফলক উম্মচন করেন সাংসদ সনি

ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত : শনিবার, ২০২৪ মে ১৮, ১২:১৫ অপরাহ্ন

ফটিকছড়ির-হাটহাজারী সীমান্ত নাজিরহাট বাজার সংলগ্ন হালদার নদীর উপর অবশেষে বেইলি ব্রীজ নির্মাণ হতে যাচ্ছে। ফটিকছড়ি-মানিকছড়ি-মাটিরাঙ্গা-খাগড়াছড়ি(আর-১৬০)১ম,কি,মি,৯৩.৭১৩ দীর্ঘ) ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তর ফলক উম্মচন করেন চট্টগ্রাম -২ ফটিকছড়ির সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি এমপি।

১৭ মে রোজ বৃহস্পতিবার বিকালে নাজিরহাট জেলা পরিষদ মার্কেটের সামনে ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে আয়োজীত জনসভায় সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী মোঃ মুছলেহ উদ্দীনের সভাপতিত্বে এবং আবুল বশরের সঞ্চালনায় অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  গোলাপুর রহমান,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য সাদাত আনোয়ার সাদী,উত্তর জেলা আওয়ামিলীগের সাবেক সদস্য সৈয়দ মুহাম্মদ বাকের, নানুপুরের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুন নবী রোশন, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরেফিন আজিম,নাজিরহাট জামেয়া মিল্লিয়া আহমদীয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ সৈয়দ খোরশেদুল আলম,নাজিরহাট কলেজের অধ্যক্ষ মুহি উদ্দিন, নাজিরহাট নছিরুল ইসলাম (বড় মাদ্রাসা) মাদ্রাসার মোহতামিম মাওলানা হাবিবুর রহমান কাসেমী,ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ নুরুল হুদা, ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, নাজিরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন, নাজিরহাট পৌরসভার কাউন্সিলর, সাবেক কাউন্সিলর প্রমুখ।

প্রধান অতিথি বলেন আমি আমার বাবার মত আজীবন আপনাদের সাথে থেকে কাজ করে যেতে চাই। ফটিকছড়িকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা রুপান্তর করতে সকলের সহযোগিতা চাই। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বিশ্বের মধ্যে উন্নয়নের রোলমডেল।

উল্লেখ্য, হালদা নদীর উপর নাজিরহাট বাজার সংলগ্ন ব্রিটিশ আমলে নির্মিত পুরাতন সেতুটি দীর্ঘদিন যাবৎ ঝুকিঁপূর্ন হয়ে আছে। সেতুটির উপর দিয়ে অনেক আগেই চলাচল বন্ধ ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এলাকাবাসী দাবীর প্রেক্ষিতে অবশেষে পুরাতন সেতুটি ভেঙ্গে ৪ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ১০ ফুট বাই ৩০০ ফুটের একটি বেইলি ব্রীজ নির্মান হচ্ছে ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework