নাজিরহাট বাজারে শান্তির বার্তা ছড়িয়ে দিল জামায়াতে ইসলামী

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ এপ্রিল ২৭, ০৬:২৭ অপরাহ্ন

ফটিকছড়ি নাজিরহাটে ২৬ এপ্রিল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়ি থানা শাখার উদ্যোগে বিকালে উত্তর চট্টলার ঐতিহ্যবাহী নাজিরহাট বাজারে গণসংযোগ পক্ষ পালন করা হয়।

নাজিরহাটে এ কর্মসূচিতে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ এবং কালিমা তাইয়্যেবার দাওয়াত প্রদান করা হয়। ব্যবসায়ী, পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ইসলামের শান্তির বাণী পৌঁছে দেওয়ার এ মহৎ উদ্যোগে স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া পড়ে।

প্রচারণা কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন (ফটিকছড়ি আসনের এমপি পদপ্রার্থী), ফটিকছড়ি থানা নায়েবে আমীর অ্যাডভোকেট ইসমাইল গণি,
ফটিকছড়ি থানা সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, নাজিরহাট পৌরসভা সভাপতি বায়েজিদ হাসান মুরাদ, সেক্রেটারি শামসুল আরেফিন আরিফ, শ্রমিক কল্যাণ উপজেলা সভাপতি গাজী বেলাল, বায়তুলমাল সম্পাদক ওসমান গণি, পৌর শাখার যুব ও ক্রীড়া সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা ওলামা সভাপতি মাওলানা আবুল কালাম আযাদ, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড সভাপতি হাফেজ ইলিয়াস, রাকিবুল ইসলাম, বাহার উদ্দিন, মোঃ মান্নান, নাছির উদ্দিন, রাকিবুল ইসলাম, রহমতুল্লাহ খান, নাসিম উদ্দীন, মোজাম্মেল হোসেন, মোহাম্মদ সোলায়মান, লোকমান গণি, খায়রুল বশর, মিজানুর রহমান, মোঃ ওমর ফারুক, আক্তার হোসেন, হবিবুল্লাহ খান, নসরুল্লাহ বাহাদুরসহ অনেক নেতৃবৃন্দ।

এই দাওয়াতি প্রচারণা প্রোগ্রামের মাধ্যমে ইসলামী চিন্তা-চেতনা ছড়িয়ে দেওয়া ও সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়াস চালানো হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework