উত্তর চট্টলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট কলেজে যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপিত হয় হয়। সকাল ১০:০০টায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও বিএনসিসি ক্যাডেটদের গার্ড অব অনার, রোভার স্কাউট, রেঞ্জার এবং রেড ক্রিসেন্ট দলের শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ জহির উদ্দীন ছিদ্দিকী (শাহিন) দিনের কর্মসূচির শুভসূচনা করেন। পরে ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মচারী, কলেজ এডহক কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় অভিভাবকদের নিয়ে অধ্যক্ষ মহোদয় বীর বাঙালির অহংকার মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকাল দশটায় উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক মি. এস. এম. কাউছার এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ জহির উদ্দীন ছিদ্দিকী (শাহিন)। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য অধ্যাপক জনাব মোহাম্মদ শাহাবুদ্দীন এবং কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রধান অতিথির উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ জহির উদ্দীন ছিদ্দিকী (শাহিন) বলেন ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যমুক্ত দেশ গড়তে এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য বস্তবায়ন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহবান জানান। অনুষ্ঠানে সদ্য ল্যাফটেনেন্ট পদে পদোন্নতি প্রাপ্ত অধ্যাপক নাছির উদ্দীন আহামদকে বিএনসিসির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন প্লাটুন কমান্ডার ড. দোলন কান্তি ভট্টাচার্য। অধ্যাপক জান্নাতুল ফেরদৌস ও অধ্যাপক সৈয়দ মো. জিয়াউল হক এর নির্দেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ক্রীড়া শিক্ষক মোঃ জানে আলম এর পরিচালনায় ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক মোসফেকা চৌধুরী এবং অধ্যাপক মো. ইয়াছিন।