নবনিযুক্ত ওসি শফিকুল আলম চৌধুরীর সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের আলোচনা

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম)
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ নভেম্বর ২৮, ০২:৪৬ অপরাহ্ন

রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে রাউজান থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) এ কে  এম শফিকুল আলম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাউজান থানা প্রশাসনের উদ্যোগে ২৭ নভেম্বর বুধবার সন্ধ্যা ছয় ঘটিকায় রাউজান থানার হলরুমে এ মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ ওসি এ,কে,এম শফিকুল আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, “ রাউজান একটি সমৃদ্ধ উপজেলা।

ইতিহাস ঐতিহ্যমণ্ডিত এই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিহার্য । তিনি বলেন, অপরাধী যেই হোক, আমরা কাউকে ছাড় দেবোনা, সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।”

মতবিনিময় সভায় রাউজান প্রেসক্লাবের সভাপতি এম বেলাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান কমিটির নির্বাহী সদস্য

এম জাহাঙ্গীর নেওয়াজ, এস এম ইউছুফ উদ্দিন, গাজী জয়নাল আবেদীন জুবায়ের, সিনিয়র সহ-সভাপতি এম রমজান আলী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, আমির হামজা, সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক মো. আবিদ মাহমুদ, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, অর্থ সম্পাদক আনিসুর রহমান, রাউজান টাইমস প্রতিবেদক সোহেল রানা প্রমুখ।
মতবিনিময়কালে রাউজান প্রেসক্লাব নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনকালে থানা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework