নতুন কমিটি পেল চট্টগ্রামের স্বেচ্ছাসেবক লীগ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ মার্চ ১০, ১২:২৩ অপরাহ্ন

আগামী ৩ (তিন) বছরের জন্য চট্টগ্রাম নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি করা হয়েছে দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক করা হয়েছে আজিজুর রহমান আজিজকে।

বুধবার (৯ মার্চ) রাতে এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। কমিটিকে আগামী সাতদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে হেলাল উদ্দিন, আবুল হাসনাত মো. বেলাল, অ্যাডভোকেট তসলিম উদ্দিন, সুজিত দাস, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, মো. আজিজ মিছির, আজাদ খান অভি, আবদুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েমকে।

এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হলেন- মো. সাইফুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন ও সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন।

সাংগঠনিক সম্পাদক হলেন, মাছুদ খান, মো. সালাহ উদ্দিন (শেরশাহ্), দেবাশীষ আচার্য্য। এতে প্রচার সম্পাদক করা হয়েছে তাসাদ্দেক নূর চৌধুরী তপুকে

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বাংলানিউজকে বলেন, আগামী তিন বছরের জন্য চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework