নগরে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ ফেব্রুয়ারী ১৭, ১২:৪১ অপরাহ্ন
নগরে গাড়ির ধাক্কায় মো. তুহিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ছয়টার দিকে কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিনের বয়স ৩৫ বছর। তার বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায়। বাবার নাম মো. বেলাল।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, কদমতলী এলাকায় ভোরে একটি দ্রুত গতির গাড়ি তুহিনকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।