দোহাজারী ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৪ ডিসেম্বর ১৮, ০২:৩০ অপরাহ্ন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ঈদ পুকুরিয়া এলাকায় বিভিন্ন বয়সী সাত শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপ-শহরখ্যাত দোহাজারী পৌরসভার একমাত্র রক্তদান সংশ্লিষ্ট অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন 'দোহাজারী ব্লাড ব্যাংক'।

গত সোমবার দোহাজারী পৌরসভার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'ঈদ পুকুরিয়া সমাজসেবা সংঘ'-এর অভিষেক ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচি পরিচালিত হয়। একইসঙ্গে অনুষ্ঠানে কবর খননকারী ও মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সম্মাননা প্রদান করা হয়।

ঈদ পুকুরিয়া দিদারের দোকান সংলগ্ন এলাকায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে উপস্থিত ছিলেন দোহাজারী ব্লাড ব্যাংকের অ্যাডমিন মাঈনুদ্দিন, ওয়াহিদ রনি, মেহেরুল হাসান, খন্দকার মো. সাইফুদ্দীন এবং কার্যকরী সদস্য মিজান, জাহেদ, দোলোয়ার, শিরীন সুলতানা। এছাড়া সহ-কার্যকরী সদস্য সাহেদ, হাবীব, অভি ও ফাহিমুল হুদাও কর্মসূচিতে অংশ নেন।

পরে এলাকার ১০ জন কবর খননকারী এবং ১০ জন ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

'ঈদ পুকুরিয়া সমাজসেবা সংঘ'-এর সভাপতি আবু তৈয়বের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আকবর সেভেন গ্রুপের সিইও মো. আকবর আলী। উদ্বোধক ছিলেন সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আহমদ হোসাইন আল কাদেরী, মাওলানা আনোয়ার হোসেন ও মোহাম্মদ জাফর মাষ্টার।

এ সময় সংগঠনের নাজিম উদ্দিন, আরাফাত উদ্দিন, হেলাল উদ্দিন, জাহেদুল ইসলাম, রেজাউল করিম, রিয়াদ আমিন, ওমর ফারুক এবং আবদুল হাদি ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework