খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরু ইউনিয়নের গবছড়ি এলাকায় অবস্থিত ‘পারুলিয়্য বন আর্য্য সাধনা কুটিরে’ মহাকারুণিক গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) উপলক্ষে সার্বজনীন বুদ্ধ পূজা, বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, পিণ্ড দানসহ নানা দান কর্ম এবং ২৫৬৯তম বুদ্ধবর্ষ বরণে এক মহতি পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত কুটিরের দায়ক-দায়িকাবৃন্দ ও উপাসক-উপাসিকাবৃন্দের আয়োজনে এই ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তিনি বিহারে বুদ্ধ মূর্তি দান, ভিক্ষুসংঘের জন্য বস্ত্র দানসহ পূণ্য কার্যক্রমে অংশগ্রহণ করেন।
ধর্মদেশনা প্রদান করেন পারুলিয়্য বন আর্য্য সাধনা কুটিরের অধ্যক্ষ শ্রীমৎ যুগত বংশ স্থবির, শ্রীমৎ অরিমানন্দ স্থবির ও শ্রীমৎ শীল রক্ষিত স্থবির।
আলোচনা সভায় বিহারের পক্ষ থেকে প্রধান সড়ক থেকে বিহার পর্যন্ত রাস্তা উন্নয়ন ও বিহারের সার্বিক উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার জন্য জেলা পরিষদের চেয়ারম্যানের নিকট আবেদন জানানো হয়।
জবাবে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। এছাড়া তিনি স্থানীয় নারী ও কিশোরীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে নারীরা ডেলিভারি রোগীদের চিকিৎসাসেবার জন্য পরিবার পরিকল্পনা ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের দাবি জানান।
চেয়ারম্যান প্রাথমিকভাবে একটি মেডিকেল ক্যাম্প আয়োজনের প্রতিশ্রুতি দেন এবং দাবিগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে বলে জানান। পাশাপাশি, স্থানীয় নারীদের স্বাবলম্বী করতে প্রকল্পভিত্তিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, কুটির পরিচালনা কমিটির সভাপতি ত্রিপন চাকমা, সাধারণ সম্পাদক কালি শংকর চাকমা এবং অন্যান্য নেতৃবৃন্দ।
পরে বিশ্ব শান্তি কামনায় কবুতর উড়িয়ে পূণ্যানুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।