দরিদ্রদের শীতনিবারণে এ.জে. ফাউন্ডেশনের মানবিক প্রয়াস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৫ জানুয়ারী ১১, ০১:৪৯ অপরাহ্ন

চট্টগ্রামের পটিয়ায় এ.জে. ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে হাইদগাঁও কাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি নেতা বদিউর রহমান সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.জে. ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মাইমুনুল ইসলাম মামুন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আরিফ মিয়া, জসিম উদ্দিন, আবুল হোসেন, মামুনুর রশিদ মামুন শেখ, জাহাঙ্গীর আলম, নাছির উদ্দিন, শামীম বেলাল, মো. সেলিম মেম্বার, কামাল আবদুল, কাজী নুরুল আমিন, মহিউদ্দিন, আজাদ হাসান রিপন, নুর মিয়া, বাদশা মিয়া, শাহেদ, মিজানুর রহমান, হারুনুর রশিদ, সজীব, রাকিব, সাগর, সাকিব, নয়ন প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি এম মাইমুনুল ইসলাম মামুন বলেন, গ্রামগঞ্জে শীতবস্ত্রহীন মানুষগুলো বড় কষ্ট করে অতিবাহিত করে শীতার্ত প্রহর। শীত গরিবের কাছে অত্যন্ত দুর্ভোগ ও বিড়ম্বনার। ঠাণ্ডায় প্রাণহানিও শীতকালের নিত্যনৈমিত্তিক ঘটনা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে প্রাকৃতিক দুর্যোগের নতুন মাত্রা যোগ করেছে শৈত্যপ্রবাহ। শীতের আগমন যেন গরিবের জন্য অভিশাপ। শীত আসার সঙ্গে সঙ্গে বেড়ে যায় এসব মানুষের বেঁচে থাকার সংগ্রাম। একটি কাঁথা কিংবা কম্বল দিয়ে শীত নিবারণ করা যেন তাদের কাছে অনেক কিছু। তিনি শীতার্ত দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তশালী ব্যক্তিদের আহ্বান জানান।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework