দরজার কবজার মতো সাজিয়ে স্বর্ণ পাচারের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২৩ Jun ০৪, ০১:১০ অপরাহ্ন

দরজার কবজার মতো সাজিয়ে স্বর্ণ পাচারের অভিনব চেষ্টা ধরা পড়লো শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

রোববার (৪ জুন) সকাল আটটার দিকে ফ্লাই দুবাইয়ের FZ-563 ফ্লাইটে চট্টগ্রামে আসা ফেনীর আবদুল করিম সজন নামের যাত্রীকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে এনএসআই ও শুল্ক গোয়েন্দারা।

 
বিমানবন্দর সূত্রে জানা গেছে, অভিনব কায়দায় দুবাই থেকে স্বর্ণপাচারকারীদের একটি চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নেয় এনএসআই টিম। একপর্যায়ে একজন যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে চ্যালেঞ্জ করা হয়।

পরে তার কাছে থাকা ১২টি দরজার কবজা পরীক্ষা করে স্বর্ণ সন্দেহ হয়। কবজার মাঝখানের রডটি ছিল স্বর্ণের। যার ওজন ৭৪৬ গ্রাম (২৪ ক্যারেট)।

এছাড়া তার কাছে পাওয়া যায় ২২ ক্যারেটের ১০০ গ্রাম ওজনের বালা। মোট ৯৬৩ গ্রাম স্বর্ণের মূল্য ৮২ লাখ ৩২ হাজার ৪৩৩ টাকা। জব্দ করা হয়েছে ৩টি মোবাইল ফোন (i-phone-14, Google pixel এবং Redmi) ও ২টি ল্যাপটপ (Think Pad)। উদ্ধার করা স্বর্ণ ও জিনিসপত্রের দাম ৮৫ লাখ ৩৫ হাজার ৪৩৩ টাকা।

উদ্ধার করা স্বর্ণ পরিমাপ করে কাস্টমসের কাছে জমা ও আটক যাত্রীকে মামলাসহ থানায় হস্তান্তর করা হচ্ছে বলে জানান বিমানবন্দরের কর্মকর্তারা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework