চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৪ নম্বর দক্ষিণ রাজানগর ইউনিয়নের স্বেচ্ছাসেবী মূলক সংগঠন দক্ষিণ রাজানগর ইসলামী সমাজকল্যাণ পরিষদের আয়োজনে এবং রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হাসপাতালের সহযোগিতায় এলাকার গরিব, দুঃস্থ এবং অসহায় ৫ শতাধিক মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় দক্ষিণ রাজানগর সোনারগাঁও পূর্ব রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন অতিথিরা।
উদ্বোধনের পর রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হাসপাতালের ১০ জন অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এলাকার প্রায় ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফ্রিতে ওষুধ সরবরাহ করেন পার্কভিউ হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. মামুন।
এদিকে চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন দক্ষিণ রাজানগর সমাজকল্যাণ পরিষদের সভাপতি অধ্যাপক গফুর আহমদ, দক্ষিণ রাজানগর ইসলামী সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাস্টার মুহাম্মদ জানে আলম, পূর্ব রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার আজিজুল ইসলাম, সমাজসেবক আলমগীর কবির সাহা, কাউখালি কলেজের প্রদর্শক খোরশেদ আলম, ব্যবসায়ী মুহাম্মদ মুছা, মাস্টার মুফিজুর রহমান, ইঞ্জিনিয়ার বখতিয়ার, ব্যবসায়ী অলি আহমদ, শিক্ষক ফরিদ আহমদ, মাওলানা আহমদুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন চন্দ্রঘোনা আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাস্টার জাহাঙ্গীর আলম।