দক্ষিণ চট্টগ্রামে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণে উদ্যোগ

মুহাম্মদ ওসমান হোসেইন, কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ এপ্রিল ২৬, ০৬:৪৪ অপরাহ্ন

চট্টগ্রামের কর্ণফুলীতে ৫০০ শয্যার হাসপাতালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় নতুন উপজেলা ভবনের পাশের সম্ভাব্য স্থানটি তিনি পরিদর্শন করেন। এসময় তিনি হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা মূল্যায়ন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, এই স্থানে হাসপাতাল নির্মিত হলে শুধু কর্ণফুলী উপজেলা নয়, পার্শ্ববর্তী লোহাগাড়া, সাতকানিয়া, পটিয়া, আনোয়ারা, বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামের জনগণও আধুনিক স্বাস্থ্যসেবার সুফল ভোগ করতে পারবেন। এতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপর অতিরিক্ত রোগীর চাপ কমবে। প্রতিদিন যেখানে প্রায় ৩৩০০ রোগী ভর্তি হয়, সেখানে নতুন হাসপাতাল গড়ে উঠলে দ্রুত জরুরি সেবা নিশ্চিত হবে এবং চিকিৎসা ব্যয়ও কমে আসবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, একান্ত সচিব ডা. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমা, জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, কর্ণফুলী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) রয়া ত্রিপুরা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়া ত্রিপুরা বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পার্শ্ববর্তী কয়েক একর জায়গা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি আধুনিক স্বাস্থ্যসেবা সম্বলিত ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণে আগ্রহী। স্বাস্থ্য উপদেষ্টা স্থান পরিদর্শন করেছেন, পরবর্তীতে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম এগিয়ে যাবে।”

কর্ণফুলীতে ৫০০ শয্যার হাসপাতাল স্থাপিত হলে এটি চট্টগ্রামের স্বাস্থ্য খাতে এক ঐতিহাসিক অগ্রগতির দৃষ্টান্ত স্থাপন করবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework