তরুণদের সর্বজনীন পেনশন স্কিমে অর্ন্তভুক্তির লক্ষ্যে রাউজানে ছাত্রলীগের মাসব্যাপী স্পট রেজিস্ট্রেশন কর্মসূচীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রাউজান
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ এপ্রিল ৩০, ০৭:০৬ অপরাহ্ন

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে তরুণ প্রজন্মকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার লক্ষ্যে রাউজান পৌরসভা  ছাত্রলীগের উদ্যোগে রাউজান উপজেলা ছাত্রলীগ ও রাউজান কলেজ ছাত্রলীগের স্পট রেজিস্ট্রেশন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে রাউজান পৌরসদর মুন্সির ঘাটায় প্রধান অতিথি থেকে এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। 

পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আসিফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ , উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান, স্বেচ্ছাসেবকলীগ নেতা শওকত হোসেন, সাবেক ছাত্রনেতা দিপলু দে দীপু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ।

এসময় উপজেলা, পৌরসভা ও রাউজান কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework