ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তৈলবাহী ট্রাকে ডাকাতি সীতাকুণ্ডে দুইজন আটক

সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ডিসেম্বর ০৫, ১২:১৯ অপরাহ্ন

সীতাকুণ্ড উপজেলার পৌরসভার শেখপাড়ার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে জননী স্টোরের সামনে সড়কের উপর বুধবার রাত আনুমানিক ২টার সময় ডাকাতি কালে সীতাকুণ্ড থানার টহল পুলিশের সন্দেহ হলে তৈলের ভোসারের দিকে এগিয়ে গেলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় ২জনকে আটক করে সীতাকুণ্ড থানায় নিয়ে আসে। আটক কৃত ডাকাত হলেন ১ জাহিদ হাসান রানা(২২)পিতা অহিদুল নবী সাং পূর্বলালানগর, মাইনুউদ্দীন ভুইয়ার বাড়ি, ২নং ওয়ার্ড বারৈয়ারঢালা, সীতাকুণ্ড, চট্টগ্রাম। মোঃ কামাল উদ্দীন (২৭) পিতা আব্দুল মালেক সাং পূর্ব লালানগর, বারৈয়ারঢালা, সীতাকুণ্ড, চট্টগ্রাম কে হাতেনাতে পুলিশ গ্রেফতার করে। আরো দুই জন পালিয়ে যায়। সিএনজি চালক তাজুল ইসলাম(২৬) পিতা অজ্ঞাত, মোঃ ছালেক (৩৫) পিতা অজ্ঞাত, গ্রাম লালানগর সীতাকুণ্ড চট্টগ্রাম পালিয়ে যায়।

এই ঘটনায় গাড়ির চালক মোঃ নুরুল ইসলাম প্রকাশ বাবুল (৫৭) পিতা মোঃ সামশুল আলম সাং মন্দাগিনি সিরাহ কোম্পানির বাড়ি নুরালী মিয়ারহাট, হাটজারী, চট্টগ্রাম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন ৪/১২/২০২৪ ইং তারিখ।মামলায় উল্লেখ আছে গাড়ির সামনে সিএনজি থামিয়ে গাড়িতে ঢুকে হেল্পার ইউছথপকে সহ মার ধর করে আমাদের মোবাইল চিনিয়ে নেই। আমাকে জিম্মি করে প্রায়ই ১৭ লাখ টাকার কাচা মাল ১৩৫০০লিটার সোভেন্ট রংফেক্টরীর কাঁচামাল চট্টগ্রাম বায়জিদ বটতল ট্যানারি থেকে উজলা পেইন্ট ইহুারিস্ট্রী হেমায়াতপুর সভার ঢাকা নিয়ে যাওয়ার পথে ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান বলেন এই ঘটনায় সীতাকুণ্ড থানায় গাড়ির চালক বাদী হয়ে একটি মামলা করেছে। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework