টপ সয়েল কাটা থেকে বিরত থাকতে ইউএনও'র' ব্যতিক্রমী উদ্যোগ

সাতকানিয়া সংবাদদাতা
প্রকাশিত : শনিবার, ২০২৪ এপ্রিল ২৭, ০৭:২৫ অপরাহ্ন

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির টপ সয়েল কাটা থেকে বিরত থাকতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্কীকরণ নোটিশ সংবলিত বিলবোর্ড স্থাপন করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৭ এপ্রিল) সকাল থেকে কৃষি জমির উপরিভাগের মাটি তথা টপ সয়েল না কাটার জন্য উপজেলার বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে সতর্কীকরণ প্রচার-প্রচারণা করা হয়। এছাড়া টপ সয়েল কাটা থেকে বিরত থাকতে কঠোর নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস।

এ সময় তিনি বলেন, অবৈধভাবে কৃষি জমির টপসয়েল ও পাহাড় কাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি জোরদার করা হবে। কৃষি জমির টপসয়েল ও পরিবেশ রক্ষায় পাহাড় কাটা থেকে বিরত থাকার জন্য গুরুত্বারোপসহ অবৈধ মাটি কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে বালু মহল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর আওতায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইতিমধ্যে মাটি কাটার সাথে জড়িতদের তালিকা করা হচ্ছে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework