ঝুঁকি নিয়ে জরাজীর্ণ টিনের ঘরে চলছে পাঠদান (ভিডিও)

মো. এরশাদ । লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত : রবিবার, ২০২২ আগস্ট ০৭, ০২:৪৪ অপরাহ্ন

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলার পদুয়া এ.সি.এম উচ্চ বিদ্যালয়। ১৯৬৩ সালে প্রতিষ্ঠা হয়েছিল বিদ্যালয়টি। বিদ্যালয়টিতে ছাত্রছাত্রী রয়েছে প্রায় ৩ হাজার। 

বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন সময়ে টিনের ছাউনি যুক্ত মাটির দেয়ালে নির্মাণ করা ভবনটি এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। একটি নতুন ভবনের অভাবে জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান করে আসছে ২টি শ্রেণির শতশত শিক্ষার্থী। অনেক সময় স্থান সংকুলান না হওয়ায় ভবনের বাহিরেও খোলা মাঠে ক্লাস করতে হয় কোমলমতি শিক্ষার্থীদের ।

শিক্ষার্থীরা জানান, আমাদেরকে মাটির ঘরে ক্লাস করতে হয়। মাটিরঘরের দেয়ালে ফাটল ধরেছে। কখন যে ভেঙে পড়ে। আমরা ভয়ে ঠিকমত ক্লাস করতে পারি না। সামান্য ঝড়বৃষ্টি হলে মাটির ঘরের জীর্ণ টিনসেড দিয়ে পানি পড়ে। স্কুলের জন্য একটি নতুন ভবন দরকার।

ভবনের দেয়ালের বিভিন্ন অংশে ছোটবড় অনেক ফাটল সৃষ্টি হয়েছে। চালের টিন ও বেড়া ফুটো হয়ে বৃষ্টির পানি ঝড়ে পড়ে শিক্ষার্থীদের গায়ে। ভবনের এমন পরিস্থিতির কারণে অনেক সময় পাঠদান ব্যাহত হচ্ছে। 


শ্রেণি কক্ষের মধ্যে দেয়াল থেকে মাটি ঝড়ে পড়ছে শিক্ষার্থীদের গায়ে। ভবনটি ভেঙে যেকোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা। তাই মাটির তৈরী জরাজীর্ণ ভবনটি এখন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। 
।

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোসলেহ উদ্দিন জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে জেলা শিক্ষা অফিসের একটি টিম স্কুল পরিদর্শনে আসেন। ভবনটির বেহাল অবস্থা দেখে তারা ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন। ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও কক্ষ সংকটের কারণে ভবনটিতে বাধ্য হয়ে পাঠদান করতে হয়।

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এসএম জাভেদ করিম মহানগর নিউজকে জানান, বিদ্যালয়ের হেলে পড়া বাউন্ডারি ওয়াল ও ঝুকিপূর্ণ ভবনের বিষয়টি আমি গুরুত্বসহকারে আমাদের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি মহোদয়কে অবহিত করেছি। আশা করছি অতি শীঘ্রই এই সমস্যাগুলোর একটি স্থায়ী সমাধান পাবো। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নতুন ভবনের প্রয়োজনীয়তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework