জাতীয় সংগীত পরিবর্তনের আহ্বান জানালেন মাওলানা কুতুব উদ্দীন নানুপুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৫ জানুয়ারী ১৯, ০২:১৮ অপরাহ্ন

বাংলাদেশের জাতীয় সংগীতে আল্লাহর প্রশংসা না থাকা নিয়ে প্রশ্ন তুলে জাতীয় সংগীত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন মাওলানা কুতুব উদ্দীন নানুপুরী। 

১৭ জানুয়ারি, শুক্রবার, দেশের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসায় খতমে বোখারী শরীফ ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, বুখারী শরীফের খতম, পাঠ এবং প্রচার কোনোভাবেই বিদআতের অন্তর্ভুক্ত নয়। বরং এটি ইসলামের প্রচার, সুন্নাহর চর্চা এবং জ্ঞান বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। যারা এটিকে বিদআত বলে থাকেন, তাদের উচিত বিদআতের প্রকৃত সংজ্ঞা জানা এবং অমূলক বক্তব্য থেকে বিরত থাকা। 

বাদ জুমা খতমে বুখারীর আখেরি দরস প্রদান করেন শাইখুল হাদিস আল্লামা মুফতি কুতুব উদ্দীন নানুপুরী। অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক আলেম বুখারী শরীফ সম্পন্ন করেন। 

খতমে বুখারী শরীফ অনুষ্ঠানে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, জান-মাল, ইজ্জত এবং আবরু হেফাজতের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া ওবাইদিয়ার মহাপরিচালক আল্লামা শাহ্ ছালাহউদ্দিন নানুপুরী। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework