ছেলের ক্রিকেট খেলার বিরোধের জেরে মায়ের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ১৫, ১২:২০ অপরাহ্ন

চট্টগ্রামের পটিয়ায় ছেলেদের ক্রিকেট খেলায় বাকবিতণ্ডার জেরে শিউলি আক্তার (৩৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৯নং ওয়ার্ড সিরাজ গাজীর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শিউলি আক্তার সিরাজ গাজীর বাড়ির মো. মুসার স্ত্রী। 

এই বিষয়ে নিহতের ছেলে মো. হামীম জানান,শনিবার সকালে তার ছোট ভাই স্থানীয় আলভী সহ আরো কয়েকজনের সাথে পার্শ্ববর্তী জায়গায় ক্রিকেট খেলতে যায়। খেলায় বাকবিতণ্ডার জেরে আলভী তার ভাইকে মারে একাধিকবার। এছাড়াও বাড়িতে একাধিকবার গিয়ে হুমকি প্রদর্শন করতে তাকে। হামীমের মাতাকে ঝগড়া না করে চলে যেতে বলেন। কিন্তু আলভি চলে না গিয়ে ঝগড়া করতে থাকে। এর এক পর্যায়ে আলভির পরিবারের লোকজন হামীমের মাকে মারধর করতে লাগে। এই ঘটনার খবর শুনতেই হামীম ও তার বাবা চাকরি থেকে বাড়ি এসে ঝগড়ার বিষয়ে জানতে গেলে তাদেরও মারধর করতে লাগে। ঘটনার এক পর্যায়ে আলভির হাতে থাকা চুরি দিয়ে শিউলি আক্তারকে আঘাত করলেই তিনি ঘটনাস্থলেই লুটে পড়ে। পরে প্রতিবেশীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শাওরিন। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার পথেই তিনি মারা যান। ঘটনার পরপরেই ঘটনাস্থল পরিদর্শন করেন পটিয়া থানা পুলিশের একটি টিম। এই ঘটনার পরপর দোষীরা পালিয়েছে বলে জানান স্থানীয়রা। এইদিকে এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মো. নাজমুন নূরের বক্তব্য জানতে কয়েক বার ফোন করা হলে তিনি ফো রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework