ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী খুন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২২ এপ্রিল ২৩, ০২:৩৭ পূর্বাহ্ন

নগরীর কোতোয়ালী থানার চেরাগী পাহাড় এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আসকার বিন তারেক (১৮) নামে দ্বাদশ শ্রেণির এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (২২ এপ্রিল) রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আসকার বিন তারেক নগরের কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকার এসএম তারেকের ছেলে। তিনি বি.এ.এফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

খুনের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

নিহতের চাচা পারভেজ বলেন, চেরাগী পাহাড় এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যায় তারেক।

পরে ওই এলাকায় সে ছুরিকাঘাতে আহত হলে তার বন্ধুরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তার বন্ধুদের কাছ থেকে খবর পেয়ে হাসপাতালে এসেছি।

কে বা কারা তারেককে ছুরিকাঘাত করেছে, সে বিষয়ে আমরা কিছুই জানিনা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework