চৌধুরী র‍্যাঞ্চের উদ্যোগে গরু প্রদর্শনী উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ Jun ০৮, ১২:৩১ অপরাহ্ন

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে চৌধুরী র‍্যাঞ্চ লিমিটেডের উদ্যোগে গরু প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বুধবার দুপুরে নগরীর ট্যাক্সটাইল মোড়ে অবস্থিত চৌধুরী র‍্যাঞ্চ কার্যালয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন ২নং জালালাবাদ  ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, চৌধুরী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিক চৌধুরী, পরিচালক রাশীদ মোহাম্মদ চৌধুরী,কেন্দ্রীয় সমবায় সমিতি ব্যাংকের পরিচালক সাজ্জাদ হোসেন, ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার চট্টগ্রাম বিভাগের সভাপতি নওশাদ হোসাইন, সিনিয়র সহ সভাপতি মো. মঈনুদ্দিন চিশতি, নির্বাহী সদস্য মোস্তাকিন রশীদ সহ আরো অনেকে।

এসময় আ জ ম নাছির উদ্দিন বলেন, জনবান্ধব  সরকার সবসময় উদ্যোক্তাদের পাশে আছে।

চৌধুরী র‍্যাঞ্চের কর্মকর্তারা জানান, কোরবানির ঈদ উপলক্ষে দেশি বিদেশি নানা জাতের গরুর প্রদর্শনী ও বিক্রয় চলবে এখানে। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework