চুয়েটে "ফাউন্ডেশন ট্রেইনিং ফর ফ্যাকাল্টি মেম্বার্স-২" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাউজান
প্রকাশিত : রবিবার, ২০২৪ মে ১২, ০৫:৫১ অপরাহ্ন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “ফাউন্ডেশন ট্রেইনিং ফর ফ্যাকাল্টি মেম্বার্স-২" শীর্ষক প্রশিক্ষণ দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে ৯ই মে (বৃহস্পতিবার) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন পুরকৌশল বিভাগের অধ্যপক ড. মোহাম্মদ মইনুল ইসলাম, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী ,ডেপুটি কম্পট্রোলার জনাব ওয়াহিদুল ইসলাম, ডেপুটি কম্পট্রোলার জনাব মোহাম্মদ ইউসুফ ও ডেপুটি রেজিষ্ট্রার প্রবীর চন্দ্র ভৌমিক।

দুইদিন ব্যাপী উক্ত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার মোঃ ইমরান হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, সরকারের লক্ষ্য হলো স্মার্ট বাংলাদেশ গড়া। এ লক্ষ্যে শিক্ষাখাতের অগ্রনী ভূমিকা রয়েছে এবং শিক্ষকরাও এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের সকল নিয়ম-কানুন সম্পর্কে আমাদের অবগত থাকতে হবে। শ্রেণীকক্ষে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে যেতে হবে যাতে আমরা শিক্ষার্থীদের সঠিক শিক্ষা ও জ্ঞান দিতে পারি। নতুন শিক্ষকগণের জন্য এ ধরণের কর্মশালা অত্যন্ত সময়োপযোগী। আইকিউএসি'র এ ধরণের ধারাবাহিক আয়োজনে আমাদের শিক্ষকদের উপকারে আসে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework