চান্দগাঁও থানা পুলিশের অভিযানে ৬ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ডিসেম্বর ১২, ০৫:০৮ অপরাহ্ন

অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই/জসীম উদ্দিন, এসআই/ রাশেদুল ইসলাম, এএসআই/আনছারুল করিম, এএসআই/গোলাম কিবরিয়া, এএসআই/সুজন কুমার দাস, নারী কং/২০৬৬ রোমানা আক্তার, নারী কং/৩০৩৯ শান্তা আক্তার সহ অদ্য ১১/১২/২০২৪ তারিখ চান্দগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১। জিআর-৩১৯/২৪ (চান্দগাঁও) মূলে আসামী আবদুল মাবুদ (৫৩), পিতা-মৃত আবদুল মজিদ, মাতা-মাসুদা বেগম, সাং-ভাই ভাই কলোনী, সিএন্ডবি রোড, মৌলভী পাড়া, ডাকঘর-চান্দগাঁও-৪২১২, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম ২। জিআর-৫২১/২৪ (চান্দগাঁও) মূলে আসামী আঁখি আকতার লিজা, পিতা-আবুল কালাম আজাদ, সাং-শেখ আহাম্মদের বাড়ী, বাড়ই পাড়া, ডাকঘর-চান্দগাঁও-৪২১২, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৩। জিআর-৩৩৪/২০ (চান্দগাঁও)  মূলে আসামী রোজি আকতার (৪৪), পিতা-বশির আহমদ, মাতা-নুর বানু, সাং-কলা খাইয়ার বাড়ী, গোলাম আলী নাজির পাড়া, খলিফা পাড়া, ডাকঘর-চান্দগাঁও-৪২১২, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৪। জিআর-৩২৫/২৪ (চান্দগাঁও) মূলে আসামী সাজেদা আক্তার (৩৫), পিতা-আবদুল মোতালেব, মাতা-রেজিয়া বেগম, সাং-আবদুল মোতাবের বাড়ী, বাড়ই পাড়া, ডাকঘর-চান্দগাঁও-৪২১২, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৫। শিশু মামলা নং-৬৩/২০২৪, চান্দগাঁও-১৪(১)২৪, জিআর-১৪/২৪, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭ মূলে আসামী মোহাম্মদ মাসুম (১৬), পিতা-মোহাম্মদ আলম, সাং-সিএন্ডবি, বাদামতল, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৬। ননজিআর-১৬৮৮/২০১৩ (চান্দগাঁও), ধারা-১০৭/১১৭ (সি) মূলে আসামী মোঃ হাবিব (৩০), পিতা-জহির আহামদ, সাং-পঃ মোহরা, গোলাপের দোকান, কানুর বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদেরকে  গ্রেফতার করা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework