চসিক নির্বাচন : কাউন্সিলর পদে বিজয়ী যারা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ জানুয়ারী ২৭, ১০:৩২ অপরাহ্ন
চসিক নির্বাচনে ওয়ার্ড ভিত্তিক ভোটের ফলাফল বেসরকারিভাবে আসতে শুরু করছে। রাত ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ২২ ও ২৬ নম্বর ওয়ার্ডের ফলাফল ছাড়া বাকি সব ওয়ার্ডের ফলাফল হাতে এসেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ১ নং ওয়ার্ডে গাজী মো. শফিউল আজিম, ২ নং ওয়ার্ডে সাহেদ ইকবাল বাবু, ৩ নং ওয়ার্ডে হাজী শফিকুল ইসলাম, ৪ নং ওয়ার্ডে এসরারুল হক, ৫ নং ওয়ার্ডে কাজী নুরুল আমিন (মামুন), ৬ নং ওয়ার্ডে আশরাফুল আলম, ৭ নং ওয়ার্ডে মোবারক আলী, ৮ নং ওয়ার্ডে মোরশেদ আলম, ৯ নং ওয়ার্ডে নুরুল আবছার মিয়া, ১০ নং ওয়ার্ডে নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, ১১ নং ওয়ার্ডে মোহাম্মদ ইসমাইল, ১২ নং ওয়ার্ডে মো. নুরুল আমিন, ১৩ নং ওয়ার্ডে ওয়াসিম উদ্দীন চৌধুরী, ১৪ নং ওয়ার্ডে আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, ১৫ নং ওয়ার্ডে গিয়াস উদ্দীন, ১৬ নং ওয়ার্ডে সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, ১৭ নং ওয়ার্ডে শহীদুল ইসলাম, ১৯ নং ওয়ার্ডে নুরুল আলম মিয়া, ২০ নং ওয়ার্ডে চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ২১ নং ওয়ার্ডে শৈবাল দাস সুমন, ২৩ নং ওয়ার্ডে মোহাম্মদ জাবেদ, ২৪ নং ওয়ার্ডে নাজমুল হক ডিউক, ২৫ নং ওয়ার্ডে আবদুস সবুর লিটন, ২৭ নং ওয়ার্ডে জাফরুল হায়দার চৌধুরী, ২৮ নং ওয়ার্ডে নজরুল ইসলাম বাহাদুর, ২৯ নং ওয়ার্ডে গোলাম মোহাম্মদ জোবায়ের, ৩০ নং ওয়ার্ডে আতাউল্লাহ চৌধুরী, ৩২ নং ওয়ার্ডে জহর লাল হাজারী, ৩৩ নং ওয়ার্ডে হাসান মুরাদ বিপ্লব, ৩৪ নং ওয়ার্ডে পুলক খাস্তগীর, ৩৫ নং ওয়ার্ডে হাজী নুরুল হক, ৩৬ নং ওয়ার্ডে মো. মোরশেদ আলী, ৩৭ নং ওয়ার্ডে আব্দুল মান্নান, ৩৮ নং ওয়ার্ডে গোলাম মোহাম্মদ চৌধুরী, ৩৯ নং ওয়ার্ডে জিয়াউল হক সুমন, ৪০ নং ওয়ার্ডে আব্দুল বারেক এবং ৪১ নং ওয়ার্ডে সালেহ আহমদ চৌধুরী বিজয়ী হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংরক্ষিত ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলরদের নাম এসে পৌঁছায়নি।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework