চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১১৮ বছরে পদার্পণ উদযাপন

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ০৭, ০১:৩৬ অপরাহ্ন

হাসপাতাল দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের উদ্যোগে শনিবার (৮ ডিসেম্বর)  সকাল  ৯ টায়  বর্ণাঢ‌্য র‍্যালি বের করা হয়। হাসপাতাল চত্বর হতে শুরু হয়ে র‍্যালিটি চন্দ্রঘোনা দোভাষী বাজার, লিচুবাগান এবং কুষ্ঠ হাসপাতাল এলাকা পরিদর্শন করে হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। 

এসময় বর্ণিল সাজে সজ্জিত হয়ে বাদ্য যন্ত্র সহকারে হাসপাতালের চিকিৎসক, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের স্টাফরা র‍্যালিতে অংশ নেন।

এর আগে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং র‍্যাালির উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, এই হাসপাতালটি ১১৭ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস অতিক্রম করে ১১৮ বছরে পদার্পণ করেছে। বিগত বছরের চাইতে সামনে আরোও চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখবো বলে আমরা আশা করি। এসময় তিনি হাসপাতালের প্রাক্তন সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা। 

প্রসঙ্গত: পার্বত্যঞ্চল সহ আশেপাশের মানুষের দৌড় গৌড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেবার লক্ষ্যে ১৯০৭ সালে কর্ণফুলি নদীর কোল ঘেঁষে এই হাসপাতালটি প্রতিষ্ঠা লাভ করে। এই বছর হাসপাতালটি  ১ শত ১৮ বছর পা রাখলো।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework