চন্দনাইশে হাশিমপুর ইসলামী কিন্ডারগার্টেনের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ নভেম্বর ২৮, ০২:৫১ অপরাহ্ন

চট্টগ্রামের চন্দনাইশে আব্দুল হাফেজ-মাজেদা বেগম হাশিমপুর ইসলামী কিন্ডারগার্টেন নুরানী শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের ২২তম বিদায় সংবর্ধনা উপলক্ষে ঈদে-মিলাদুন্নবী (দ:) ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০:৩০ মিনিটে হাশিমপুর ইসলামী কিন্ডারগার্টেন এর মাঠে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পিচপার্ক হাউজিং সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও মাস্টার মনিরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গারাংগিয়া দরবার শরীফের অন্যতম খলিফা হাফেজ মাওলানা আব্দুল মাবুদ সাহেব। 

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,মৌলানা মুহাম্মদ মোসলেহ উদ্দিন নেজামী,হাশিমপুর মকবুলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মুহাম্মদ নুরুল আলম,খাঁনহাট ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক মুহাম্মদ এনামুল হক,খাঁনহাট বাজার ব্যবসায়ীর সমিতির সভাপতি আমির মুহাম্মদ সাইফুদ্দিন চৌধুরী,চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি ও খাঁনহাট বাজার ব্যবসায়ীর সমিতির সহ-সভাপতি মুহাম্মদ কমরুদ্দিন,খাঁনহাট বাজার ব্যবসায়ীর সমিতির সাধারণ সম্পাদক আবু সৈয়দ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন,মৌলানা হাবিবুর রহমান,সাংবাদিক আমিনুল ইসলাম রুবেল, এম হেলাল উদ্দিন নিরব, মুহাম্মদ রফিকুল ইসলাম, টিপু সুলতান,মোস্তাকিম জসিম,নাজমুল করিম,মালেকা,মনোয়ারা,আক্তার জাহান সিরাজী প্রমূখ। 

এসময় নূরানী মাদ্রাসার ছাত্ররা উপস্থিত অতিথি ও অভিভাবকদের সম্মুখে জানাযা নামাজ,জুমার নামাজ ও অজুর নিয়ম-কানুন প্রদর্শনী করে দেখায়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework