চন্দনাইশে শাহ্ আমিনুল্লাহ (রহ.) মাহাবুব চৌধুরী নূরানী সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসায় পরীক্ষা শুরু

আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ মে ১৪, ০২:৫৩ অপরাহ্ন

চট্টগ্রাম চন্দনাইশে হযরত শাহ্ আমিনুল্লাহ (রহ.) মাহবুব চৌধুরী নূরানী সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসার ১ম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। গত ১৪ই মে (বুধবার) সকাল হতে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ২২৫ জন ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে এই পরীক্ষা শুরু হয়।

আধুনিক শিক্ষার মান-সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার লক্ষ্যে ২০১৯ সালে অল্প সংখ্যক ছাত্র-ছাত্রী নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার শুরু থেকেই দক্ষ শিক্ষক দ্বারা বাংলা, ইংরেজি, গণিত, আরবির পাশাপাশি অন্যান্য বিষয়বস্তুর মাধ্যমে পরিচালিত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানটি।

অত্র প্রতিষ্ঠানে ১ম বারের মতো পরীক্ষা উপলক্ষে চন্দনাইশে কর্মরত একঝাঁক কলম সৈনিক (সাংবাদিক) পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ও ছাত্র-ছাত্রীদের খোঁজ-খবর নিতে কেন্দ্রে উপস্থিত হন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান তত্ত্বাবধায়ক আলহাজ্ব মাওলানা ছৈয়দুল হক, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোহাম্মদ কমরুদ্দীন, সাধারণ সম্পাদক খালেদ রায়হান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, প্রচার সম্পাদক উমর ফারুকসহ শিক্ষকমণ্ডলী।

উক্ত প্রতিষ্ঠানে প্রধান তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্বে আছেন আলহাজ্ব মাওলানা ছৈয়দুল হক। শ্রেণি প্রধান হিসেবে দায়িত্বে আছেন এইচ এম নুরুল আবছার, সহ-শ্রেণি প্রধান হাফেজ ফোনকান উদ্দিন, সিনিয়র আরবি শিক্ষক আবদুল আলিম রিজবী, ইংরেজি শিক্ষক আবদুল কাদের জুয়েল, সিনিয়র শিক্ষক হাফেজ ইরফান উদ্দিন, শিক্ষক জুবাইরুল ইসলাম, সালাউদ্দিন, তানভীরুল ইসলাম।

এ সময় প্রধান তত্ত্বাবধায়ক আলহাজ্ব মাওলানা ছৈয়দুল হক বলেন, মুসলিম শিশুদের স্বল্প সময়ে সহজে কুরআন এবং আরবি শিক্ষার একটি সফল পদ্ধতির নাম হলো নূরানী পদ্ধতি। বর্তমান সময়ে এই পদ্ধতির মাধ্যমে আল-কুরআনের শিক্ষা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। তারই ধারাবাহিকতায় অত্র এলাকার ছোট ছোট সোনামণিদের আরবি শিক্ষায় পারদর্শী করে গড়ে তোলার প্রত্যয়ে আলহাজ্ব আবদুল মাহবুব চৌধুরীর প্রতিষ্ঠিত শাহ্ আমিনুল্লাহ (রহ.) মাহবুব চৌধুরী নূরানী সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়।

এ সময় সাংবাদিক ফোরামের সভাপতি কমরুদ্দীন বলেন, মহাগ্রন্থ আল-কুরআনের খেদমতে নিয়োজিত থাকা পরম সৌভাগ্যের ব্যাপার। তাই এই শিক্ষকতাকে পেশা হিসেবে নয়, কুরআনের খেদমত হিসেবে গ্রহণ করতে হবে। পিতৃস্নেহে কোমলমতি শিশুদের পড়াবেন এবং সর্বদা ছাত্র-ছাত্রীদের পড়ালেখার উন্নতি সাধনের জন্য চেষ্টা করবেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework