চন্দনাইশে বৌদ্ধ ধর্মীয় শিক্ষা বৃত্তি পরীক্ষা ২০২৪ গতকাল ৪ জানুয়ারি দুপুরে স্থানীয় কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের উদ্যোগে আয়োজিত ১৬তম বৌদ্ধ ধর্মীয় শিক্ষা বৃত্তি পরীক্ষায় উপজেলার ২৩টি বৌদ্ধ পল্লীর ৩য় থেকে ১০ম শ্রেণির ২৫০ জনের অধিক শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা চলাকালীন উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি ধর্মানন্দ মহাস্থবির, সম্পাদক বোধিমিত্র মহাথেরো, চেয়ারম্যান বৌদ্ধপাল মহাথেরো, শরনানন্দ স্থবির, বসুমিত্র মহাস্থবির, সোমানন্দ মহাস্থবির, শীলরক্ষিত মহাস্থবির, অতুলানন্দ মহাস্থবির, জ্ঞানরত্ন মহাস্থবির, শীলজ্যোতি মহাস্থবির, লোকরত্ন মহাস্থবির, সত্যপাল মহাস্থবির, বোধিপ্রিয় মহাস্থবির, মৈত্রী জ্যোতি মহাস্থবির, বিনয়মিত্র মহাস্থবির, অভয়মিত্র মহাস্থবির, প্রিয়মিত্র স্থবির, রূপানন্দ স্থবির, সুমেধসেন স্থবির, আনন্দবোধি স্থবির, করুণাজ্যোতি স্থবির, প্রিয়লংকার স্থবির, সুমনবোধি স্থবির, শীলানন্দ স্থবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শংকর বড়ুয়া, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট মো. দেলোয়ার হোসেন, বৌদ্ধ নেতা মৃদুল কান্তি বড়ুয়া, প্রধান শিক্ষক রতন কান্তি বড়ুয়া ও বিজয়ানন্দ বড়ুয়া প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, বৌদ্ধ ধর্মীয় শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতি জাগ্রত করে খারাপ চিন্তা মন থেকে দূর করতে এবং নৈতিক শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে এই পরীক্ষা আয়োজন করা হয়েছে। বর্তমানে পৃথিবীর অগ্রগতির সাথে সাথে ধর্মীয় অনুভূতি থেকে মানুষ দূরে সরে যাচ্ছে, যার ফলে হানাহানি, হিংসা ও বিদ্বেষ বৃদ্ধি পাচ্ছে।