চন্দনাইশে প্রতিমন্ত্রী নজরুল ইসলামের আগমন উপলক্ষে থাকে বিভিন্ন উন্নয়ন কর্মসুচি

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ
প্রকাশিত : শনিবার, ২০২৪ এপ্রিল ০৬, ০৪:৫৬ অপরাহ্ন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এমপি তার নির্বাচনী এলাকায় আগমনের দিনকে গিরে থাকে বিভিন্ন উন্নয়ন কর্মসুচি।

গত ৫ এপ্রিল সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি তার নির্বাচনি এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে অংশ নিয়ে  একটি ব্যস্তমত দিন কাটান।

এই সময় তিনি বলেছেন, যে কোন দুর্যোগ মুহুর্তে সরকার মানুষের পাশে থেকে সহায়তা করে থাকে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চন্দনাইশ- সাতকানিয়ায় বিগত ১০ বছরে সর্বক্ষেত্রে অবকাঠামোগত যে ব্যাপক উন্নয়ন হয়েছে। স্বাধীনতার পর থেকে অনেক এমপি, মন্ত্রী ছিলেন কিন্তু এর ১০ ভাগের ১ অংশ উন্নয়ন হয়নি।

বর্তমান সরকারের আমলে এ আসনে যে কাজগুলো অসমাপ্ত রয়েছে তা ধারাবাহিক ভাবে খুব শীগ্রই শেষ করা হবে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান প্রধানমন্ত্রী তাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন তা সঠিক ভাবে পালনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

তিনি প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে ৫ কি. মিটারের অধিক চন্দনাইশ উপজেলা সদরস্ত মাওলানা ইসলামাদী সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

পরে গত বন্যায় ক্ষতিগ্রস্ত ২'শ পরিবারে মাঝে ঢেউ টিন ও চেক বিতরণ করেন তিনি। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ২২ জন ক্যান্সার ও মারাত্মক ব্যাধিতে আক্রান্ত রোগীদের ৫০ হাজার টাকা করে ১১ লক্ষ টাকা, ৩ হাজার টাকা করে ঈদ উপহার হিসেবে ৫০ জনকে ১ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করেন।

এদিন  বিকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে উপজেলা ভিডিও কনফারেন্স হলে এ সকল চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এমপি।

আলোচনায় অংশ নেন অস্থায়ী উপজেলা চেয়ারম্যান এড. কামেলা খানম রুপা, সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, মেয়র যথাক্রমে মাহবুল আলম খোকা, লোকমান হাকিম, থানা অফিসার ইনচার্জ ওবাইদুল ইসলাম, উপজেলা আ'লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহম্মদ জুনু,যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ নেতা মীর মহিউদ্দিন, চেয়ারম্যান যথাক্রমে এড. খোরশেদ বিন ইসহাক, আবদুল আলিম, আহমুদুর রহমান, খোরশেদ আলম টিটু, আবদুর রহিম চৌধুরী প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework