চন্দনাইশে পৈতৃক সম্পত্তি ফিরে পেতে ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন

আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ জুলাই ০৭, ০১:২২ অপরাহ্ন

চট্টগ্রাম চন্দনাইশে বড় ভাই কর্তৃক অবৈধভাবে দখলকৃত পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে বড় ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ছোট ভাই।

গত ৭ই জুলাই (সোমবার) সকালে বাদামতল মোহাম্মদিয়া মার্কেটে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোহাম্মদ গোলাম ফারুক চৌধুরী। এসময় তিনি বলেন, বিগত ২০০৬ সালে আমার পিতা মরহুম আবদুল জব্বার চৌধুরী ইন্তেকাল করার পূর্বে তারা ৫ ভাই ও ৪ বোনের জন্য বিপুল পরিমাণ জায়গা-সম্পত্তি রেখে যান। তাদের পিতার ইন্তেকালের পূর্বে এইসব পৈতৃক সম্পত্তিগুলো ভাই-বোনদের মাঝে ভাগ বণ্টন না হওয়ার সুবাদে আমার আপন বড় ভাই গোলাম মওলা বিগত ১৮ বছর ধরে নিজের দখলে রেখে ভোগ করে যাচ্ছেন।

বর্তমানে আর্থিক সমস্যার কারণে পৈতৃক সম্পদের ন্যায্য হিস্যা মতে আমিও আমার ভাই গোলাম রব্বানী চৌধুরী ৩ শতক জায়গা বিক্রি করি এবং উক্ত ৫ শতক নিজ জায়গা বিক্রি করি। উভয় জায়গা আল সাকেরা ডায়াগনস্টিক সেন্টারের সামনে। ঐ জায়গায় দোকান আছে, যার ভাড়াও তিনি ভোগ করছেন। আমার বিক্রিত সম্পদ প্রবাসী মুজিবুল করিমকে বুঝিয়ে দিতে চাইলে আমার বড় ভাই গোলাম মওলা চৌধুরী থানায় মিথ্যা অভিযোগ করেন এবং বিভিন্নভাবে আমাকে হয়রানি করছেন। দীর্ঘ দেড় যুগ সমাজের মান্যগণ্য ব্যক্তিসহ বিভিন্নভাবে চেষ্টার পরও আমার সম্পদ ফেরত না পাওয়ায় বর্তমানে আমি অসহায় হয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি। আমার পৈতৃক সম্পত্তি ফিরে পেতে আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনসহ সকলের দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—জোয়ারা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইস্কান্দার মীর্জা, কাঞ্চনাবাদ ইউনিয়নের ইউপি সদস্য শহীদুল ইসলাম, ব্যবসায়ী মামুনুর রশীদ, আবু খলিল মিস্ত্রি, জাগির হোসেন মিস্ত্রি, শাহ আলম ফকির, লাল মিয়া সওদাগর, জসিম উদ্দিন চৌধুরী, জামাল, সেলিম উদ্দিন, ফজল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework