চন্দনাইশে নির্বাচনী সহিংসতার হামলার আসামি মামুন গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ
প্রকাশিত : সোমবার, ২০২৪ মে ২০, ০১:১৬ অপরাহ্ন

চন্দনাইশে উপজেলা নির্বাচনী সহিংসতার হামলার আসামি মামুন কে গ্রেপ্তার করেছেন চন্দনাইশ থানা পুলিশ।

গতকাল ১৯ মে রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে নির্বাচনী সহিংসতা মাললার  প্রধান আসামি মামুনুর রশিদ মামুন (৩৫)কে আটক করেছে পুলিশ।

জানা যায়, গত ১৮ মে রাতে নির্বাচনী প্রচারনা শেষে মোটর সাইকেল সমর্থক নিবু বড়ুয়া সহ কয়েকজন বাড়ি ফেরার পথে সাতবাড়িয়া খানদীঘি উচ্চ বিদ্যালয়ের পাশে তাদের হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করে এবং নিবু বড়ুয়াকে মারধর করে আহত করে।

এ ঘটনায়  নিবু বড়ুয়া বাদী হয়ে ১৮ মে রাতে মামুনকে প্রধান আসামী করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করে।সে মামলার সূত্র ধরে প্রধান আসামি মামুনকে আটক করে পুলিশ ।

আজ ২০ মে আটককৃত মামুনকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ওসি চন্দনাইশ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework