চন্দনাইশে দুর্বৃত্তের ছোঁড়া পাথরে রেলের কর্মকর্তাসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ অক্টোবর ২৫, ০৩:২৯ অপরাহ্ন
চন্দনাইশে সেকশন লাইন পরিদর্শনের সময় দুর্বৃত্তের ছোঁড়া পাথরে রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে চক্রশালা স্টেশনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-ডিএসটিই জাহেদ আরেফীন পাটোয়ারী তন্ময়, ডিএইন-১ আব্দুল হামিদ মুকুল, ফারুক হোসেন, সিগন্যালের মো. নুরুল ইসলাম, মো. সাইফুল্লাহ। সূত্র জানায়, চট্টগ্রাম থেকে দোহাজারী রুটে মোটরট্রলি যোগে সেকশন লাইন পরিদর্শনের সময় দুর্বৃত্তরা মোটরট্রলি লক্ষ্য করে পাথর ছোঁড়ে। এসময় সেখানে থাকা রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ পাঁচজন আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ডিএসটিই জাহেদ আরেফীন পাটোয়ারী তন্ময় বলেন, চন্দনাইশের চক্রশালা স্টেশন ক্রস করার সময় কিছু বুঝার উঠার আগেই মোটরট্রলিতে পাথর ছোঁড়া হয়। এসময় আমিসহ বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী আহত হই। এ বিষয়ে আইনশৃঙ্খলাবাহিনীকে জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework