চন্দনাইশে চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দীনকে জয় করতে আওয়ামী লীগের সিংহভাগ নেতা মাঠে

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ
প্রকাশিত : রবিবার, ২০২৪ মে ২৬, ০৬:০২ অপরাহ্ন

আগামী ২৯ মে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাচনকে সামনে রেখে চন্দনাইশে চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দীনকে জয় করতে আওয়ামী লীগের  সিংহভাগ নেতা মাঠে নেমে এসেছেন।

যাঁর মধ্যে রয়েছেন  উপজেলা আ'লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, আ'লীগ নেতা আবদুস শুক্কুর, বশির উদ্দিন খান মুরাদ, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, উপজেলা ছাত্র লীগের সভাপতি মো. আলমগীরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মারজাদুল ইসলাম চৌধুরী  আরমান, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন জিকু সহ প্রমুখ।

গতকাল ২৬ মে উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর, উল্লাহ পাড়া, দোহাজারী সদর, রেল স্টেশন, জামিজুরি, দেওয়ান হাট, হাছনদন্ডী, দিয়াকুলসহ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্যাপক গণসংযোগ করেছেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী জেসিকা গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দীন আহমেদ।

গণসংযোগ কালে নেতারা আগামী ২৯ মে সকাল থেকে ভোট কেন্দ্রে গিয়ে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে একজন ভাল মানুষকে নির্বাচিত করার আহ্বান জানান।

তখন নেতা সবাই মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন আহমদের সাথে থেকে কাজ করার ঘোষনা দেন। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework