চন্দনাইশে গরুর খামারে অগুনলেগে ১১ গরু পুড়ে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ মার্চ ১২, ০৩:০৮ অপরাহ্ন

চন্দনাইশের বৈলতলী বুড়ির দোকান এলাকায় আগুনে পুড়ে গেছে এক খামারির ১১টি গরু।

আজ মঙ্গলবার বেলা ১১টার সময় ভয়াবহ এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম আবদুল গফুর।

আগুনে পুড়ে যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। স্বপ্ন নিয়ে ধারদেনা ও ঋণ করে গরুগুলো নিয়েছিলেন । ১০ মিনিটে তার স্বপ্ন আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক আবদুল গফুর পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তীরা তার খামারে আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেন।খামারের দরজা বন্ধ ও গরুর গলায় রশি বাধা থাকায় খামরের ভিতরেই আগুনে পুড় মারা যায় গরুগুলো।

তবে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা বৈদ্যুতিক শর্ট সার্টিক থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন।

আবদুল গফুর কৃষি কাজের পাশাপাশি গত ২ বছর আগে তার স্ত্রী ও ৬ ছেলে মেয়েদের অক্লান্ত পরিশ্রম করে খামারটি গড়ে তুলেন ।

খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার পূর্বে  সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার পর থেকে কৃষক আবদুল গফুর, তার স্ত্রী, ছেলে মেয়েদের কান্নায় এলাকা ভারী হয়ে উঠে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework