চট্টগ্রামের রাউজানে সরকারি সড়কের গাছ কাটার মহোৎসব!

রাউজান প্রতিনিধি
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ২৮, ১২:২৬ অপরাহ্ন

চট্টগ্রামের রাউজানে নির্বিচারে সরকারি সড়কের গাছ কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাসান চৌধুরীর বাড়ির সামনে রায় কিশোরী সড়ক নামে একটি সরকারি সড়ক থেকে গত কয়েকদিন ধরে অর্ধশতাধিক গাছ কাটা হচ্ছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সরেজমিন পরিদর্শনে জানা যায়, হাসান চৌধুরী বাড়ির বাসিন্দা ইকবাল চৌধুরী নামের স্থানীয় এক ব্যক্তি গাছগুলো কাটছেন।

ইকবাল চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি নয়, গাছগুলো বড় মিয়া, অর্থাৎ আলী মাহাবুব বিক্রি করে দিয়েছেন। যারা কিনেছেন, তারাই কাটছেন।"

পরে আলী মাহাবুবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বন বিভাগের কাছ থেকে অনুমতি নিয়ে গাছগুলো কাটা হচ্ছে। তবে এই অনুমতির বিষয়টি অস্বীকার করে চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন ইছামতি রেঞ্জের রাউজান ঢালার মুখ স্টেশন অফিসার উজ্জল কান্তি মজুমদার বলেন, "কাউকে কোনো অনুমতি দেওয়া হয়নি। আর আমরা কাউকে অনুমতি দিতে পারি না।"

গাছ কাটার কাজে নিয়োজিত এক শ্রমিক বলেন, "আমাদের মালিক গাছগুলো ৭০ হাজার টাকায় কিনেছেন বলে শুনেছি। আপনি যিনি বিক্রি করেছেন, তার সঙ্গে কথা বললে বিস্তারিত জানতে পারবেন।"

এই প্রসঙ্গে জানতে চাইলে রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম বলেন, "সরকারি সড়কের গাছ কেউ চাইলে কেটে বিক্রি করতে পারবে না। আমরা কাউকে গাছ কাটার অনুমতি প্রদান করিনি।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework